
ওপেনিং জুটিতে ১২৪ রান সংগ্রহ করেছেন লিটন ও রনি তালুকদার
২০ ওভারের টি-টোয়েন্টি নেমে এসেছে ১৭ ওভারে। আর এতেই কি-না আরও আগ্রাসী হয়ে উঠলেন লিটন দাস। মাত্র ১৮ বলে করেছেন নিজের ফিফটি। আর এতে করে বাংলাদেশের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ানও হয়ে গেছেন লিটন। এর আগে ২০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
আরেক ওপেনার রনি তালুকদারও ব্যাট চালিয়েছেন দুর্দান্ত গতিতে। আর এতে করে পাওয়ার প্লের ৬ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে বিনা উইকেটে ৮৩ রান।
তবে ব্যক্তিগত ২৩ বলে ৪৪ রান করে আউট হয়ে ফিরে গেছেন রনি তালুকদার। ৩টি চারের সাথে ২টি ছক্কা মেরেছেন রনি নিজের ইনিংসে। ১৯১.৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। রনির আউটে ভেঙেছে ওপেনিংয়ের ১২৪ রানের রেকর্ড জুটি।
এরপর লিটনের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটিং অর্ডারে শান্তকে সরিয়ে তিনে সাকিব আল হাসান। সেঞ্চুরির দিকে ছুটতে থাকা লিটন দাসও ফিরেছে হতাশ হয়ে। তবে সেঞ্চুরি না পেলেও ৪১ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন লিটন দাস। অনেক বাইরের একটি বলে খোচা মেরে আউট হওয়ার আগে লিটন ইনিংস সাজিয়েছেন ১০টি চারের সাথে ৩টি ছক্কা হাকিয়ে। ইনিংসে লিটনের স্ট্রাইক রেট ছিল ২০২.৪৪।
লিটনের আউটের পর অবশ্য সাকিব চালিয়ে গেছেন তান্ডব। চারে নামা তাওহীদ হৃদয় যোগ দেন সাকিবের সঙ্গে। দুজনে মিলে গড়েন পঞ্চাশোর্ধ পার্টনারশিপ। শেষ পর্যন্ত সাকিব আল হাসান ২৪ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন। তবে তাওহীদ হৃদয় মাত্র ১৩ বলে ২৪ রান করে আউট হয়ে ফিরেছেন।
আর এতে করে নির্ধারিত ১৭ ওভার শেষে ৩ উইকেটে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।
রেডিওটুডে নিউজ/এসবি