 
				
					ক্রীড়াবান্ধব প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ রোববার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন মহিলা বিচ ফুটবল-২০২১’। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে মঙ্গলবার পর্যন্ত। যেখানে ৪টি দল অংশ নিবে। দলগুলো হলো- ইনানী, হিমছড়ি, বাকঁখালী ও মাতামুহুরি।
আজ সকাল ১০টায় সৈকতের কলাতলী ডিভাইন রিসোর্ট পয়েন্টে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
তার আগে গতকাল শনিবার সকালে প্রতিযোগিতার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।
সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, বিশ্ব পর্যটন শিল্পে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। পর্যটন শিল্পের পাশাপাশি কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজম ক্ষেত্র তৈরি করতে পারলে বিশ্বে কক্সবাজার তথা পর্যটন শিল্পকে উপস্থাপন করা যাবে। এ লক্ষে কাজ করে যাচ্ছে ওয়ালটন গ্রুপ। এই টুর্নামেন্টের রেডিও পার্টনার রেডিও টুডে ৮৯.৬ এফএম।
রেডিওটুডে নিউজ/এসআই
































 
				 
				 
				 
				 
				 
				 
				