বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

বৃহস্পতিবার,

০৩ জুলাই ২০২৫,

১৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

সাফ চ্যাম্পিয়নশীপের `বি` গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ১৭ মে ২০২৩

Google News
সাফ চ্যাম্পিয়নশীপের `বি` গ্রুপে বাংলাদেশ

সংগৃহিত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে আগামী ২১ জুন থেকে। আজ (১৭ মে) ভারতের দিল্লিতে টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হওয়া ড্র-তে বাংলাদেশের অবস্থান বি গ্রুপে। 

গ্রুপে বাংলাদেশের সঙ্গী লেবানন, মালদ্বীপ ও ভূটান। দক্ষিণ এশিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ ২০০৯ সালে সেমিফাইনাল খেলেছে। এরপর আর গ্রুপ পার হতে পারেনি। এবার দক্ষিণ এশিয়ার বাইরে রয়েছে দুই দল। 
  
দুই গ্রুপে ভারত ও লেবাননকে শীর্ষ দুই দল ধরে গ্রুপিং করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের র‍্যাঙ্কিংয়ে ৮ দলের মধ্যে সর্বনিম্ন হওয়ায় দু’দল সবশেষ পটে ছিল। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী লেবানন টুর্নামেন্টের আট দলের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী।

ভারতের সঙ্গে এ গ্রুপে রয়েছে কুয়েত, নেপাল ও পাকিস্তান। দুই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। 

গ্রুপ এ- ভারত, কুয়েত, নেপাল  ও পাকিস্তান 
গ্রুপ বি- লেবানন, মালদ্বীপ, ভূটান ও বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের