বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

গুজরাটকে হারিয়ে রেকর্ডবারের মতো ফাইনালে চেন্নাই

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ২৪ মে ২০২৩

Google News
গুজরাটকে হারিয়ে রেকর্ডবারের মতো ফাইনালে চেন্নাই

গুজরাটকে ১৫ রানে হারিয়েছে চেন্নাই

ফাইনালে ওঠার লক্ষ্যে চেন্নাইয়ের দেওয়া ১৭৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামে গুজরাট। শুরুর ওভারে দেখেই খেলেন দুই ওপেনার। তবে ১১ বলে ২ চারে  ১২ রান করে ফিরে যান  ঋদিমান সাহা। তিনে নামা অধিনায়ক পান্ডিয়াও ফিরে যান দ্রুতই। পাওয়ার প্লেতে ৪১ রান তুলতে দুই উইকেট হারায় গুজরাট। 

প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তোলে গুজরাট। ১১ তম ওভারে প্যাভিলিয়নে ফেরেন লঙ্কান ত্রিকেটার দাসুন শানাকা। ১৬ বলে ১৭ রান করে জাদেজার বলে আউট হয়ে ফেরেন তিনি।

পাঁচে নেমে ৬ বলে ৪ রান করে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফিরেন ডেভিড মিলার। এরপর গত দুই ম্যাচের সেঞ্চুরিয়ান শুভমান গিল ৩৮ বলে ৪২ রান করে বিদায় নেন। শেষদিকে ১৬ বলে ৩০ রান করেও দলের পরাজয় আটকাতে পারেননি রশিদ খান।  ১৫৭ রানে অলআউট হয়ে ১৫ রানে হারে গুজরাট টাইটান্স। 

বোলিংয়ে চেন্নাইয়ের পক্ষে সবচেয়ে কিপটে বোলিং করেছেন রবিদ্র জাদেজা। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন তিনি। এই ম্যাচে হারলেও গুজরাটের সামনে সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার। ২য় কোয়ালিফাইয়ারে জেতা দলের সঙ্গে মুখোমুখি হবে গুজরাট। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের