
ফাইল ছবি
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল আগামী ৭ জুন। সেই ফাইনালে ওভালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এবার ১৭ জনের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আইসিসির নিয়ম অনুযায়ী, দল হতে হবে ১৫ জনের। ফলে আজ (সোমবার) অস্ট্রেলিয়ার ঘোষিত সেই দল থেকে মিচেল মার্শ ও ম্যাথু রেঁনসোকে বাদ দিয়ে চূড়ান্ত দল দিয়েছে অজি বোর্ড।
ঘোষিত এই দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার। ওপেনিংয়ে তিনি জুটি বাধবেন মার্কোস হ্যারিসের সঙ্গে।
দলের কোচ আন্দ্রে ম্যাকডোনাল্ড বলেছেন, "আমরা ওয়ার্নারকে নিয়ে আশাবাদী। টেস্ট চ্যাম্পিয়নশিপে ও অ্যাসেজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে ভেবেই তাকে আমরা দলে নিয়েছি। আমরা মনে করি, তার আরও কিছু ভালো ম্যাচ খেলা বাকি আছে।"
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার দল-
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কেরি, মার্কোস হ্যারিস, জস হ্যাজলউড, জস ইংগলিস, উসমান খাজা, মার্নাস লাবুশানে, ট্রাভিস হেড, নাথান লায়ন, টোড মারপি, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক এবং ডেভিড ওয়ার্নার।
রেডিওটুডে নিউজ/এসবি