শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

নারী ক্রিকেট দলে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নিয়োগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ৩ জুন ২০২৩

Google News
নারী ক্রিকেট দলে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ নিয়োগ

ইয়ান ডুররেন্ট

বাংলাদেশ নারী ক্রিকেটকে নতুনভাবে সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে যুক্ত করা হয়েছে নতুন দুই নির্বাচককে। সেই ধারাবাহিকতায় এবার বিসিবি ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে ইয়ান ডুররেন্ট বাংলাদেশ নারী ক্রিকেট দলের দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। 

সংবাদ বিজ্ঞপ্তিতে কোচ জানিয়েছেন, "বাংলাদেশ নারী ক্রিকেট দলে যুক্ত হতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। আমি আমার নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছে। সবার সঙ্গে দেখা হওয়া নিয়ে তর সইছে না। নারী ক্রিকেট দলের সামনে বড় একটি বছর অপেক্ষায় আছে। এটা শুরু করার অপেক্ষা করতে পারছি না।"

ইয়ানের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে বিসিবি। এর আগে ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডুররেন্টের। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের