
ম্যাচ শেষে পিএসজির ড্রেসিংরুম
পিএসজির হয়ে শেষ ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার সাথে ক্লাবটির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হলো এর মধ্য দিয়েই। পরবর্তী গন্তব্যের কথা না জানালেও পিএসজি থেকে বিদায়ের খবরটি নিশ্চিত করেছেন মেসি। নিজের শেষ ম্যাচে ক্লাবটির হয়ে জয়ের পরিবর্তে হারের সাক্ষী হতে হলো তাকে।
পার্ক দ্য প্রিন্সেসে শেষ ম্যাচে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে আসেন মেসি। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সের মত ম্লান হয়ে রইল শেষ ম্যাচটা, শুনতে হয়েছে পিএসজি সমর্থকদের দুয়োধ্বনি।
পিএসজির ঘরের মাঠে দুর্দান্ত খেলে ক্লেরমন্ট। ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল দেখা পায় পিএসজি। নিজের বিদায়ী ম্যাচে গোলের দেখা পান রামোস। মেসির মত তারও ছিলো ক্লাবের জার্সিতে শেষ ম্যাচ। ২১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে। তবুও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না তারা।
প্রথম হাফেই পিএসজির জালে দুই গোল দিয়ে সমতায় ফেরে তারা। বিরতিরর পর ৬৩ মিনিটের মাথায় প্রথম লিড পায় ক্লেরমন্ট। গ্রেহন কেই এর সে গোলেই শেষ পর্যন্ত জয় পায় পিএসজি। আর এই হার দিয়েই পিএসজি জার্সিতে ক্যারিয়ার শেষ হলো লিওনেল মেসির।
রেডিওটুডে নিউজ/এসবি