
ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ
এশিয়ান গেমসে মিয়ানমারের বিপক্ষে ১-০ গোলে হেরে নিজেদের এশিয়াড মিশন শুরু করেছিল বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে সুনীল ছেত্রির শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতে গেছে ভারত।আর এশিয়ান গেমসের টানা দুই ম্যাচে হেরে পরের পর্বে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ভারতের সঙ্গে পাল্লা দিয়ে লড়েছিল। প্রথমার্ধে নিজেদের পোস্ট নিরাপদ রেখেছিলেন গোলরক্ষক মিতুল মারমা। প্রথমার্ধের ৪৫ মিনিট শেষে ইনজুরি সময়ে টানা চারটি সেভ করেছেন তিনি।
এশিয়ান গেমসে পুরুষ ফুটবল অলিম্পিক দল (অ-২৩ ) হলেও সিনিয়র তিন জন ফুটবলার খেলতে পারে সব দলে। ভারত তাদের সিনিয়র কোটায় নিয়েছে সুনীল ছেত্রীকে। তারকা ফুটবলারকে নিলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ভারত।
তবে বিরতি থেকে ফিরেই সাফল্য আসে তাদের। একে একে তিন তিনটি গোল পেয়ে যায় ভারত৷ আর উল্টোদিকে গোলহীন বাংলাদেশ টানা দুই ম্যাচ হেরে বিদায় নিলো এশিয়ান গেমস থেকে।
রেডিওটুডে নিউজ/এসবি