শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে নিতে লিগ্যাল নোটিশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২২:৪২, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Google News
তামিমকে বিশ্বকাপ স্কোয়াডে নিতে লিগ্যাল নোটিশ

তামিম ইকবাল ও চন্ডিকা হাথুরুসিংহে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের অব্যাহতি আর তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আজ।

বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন।

গতকাল বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের সেই দলে জায়গা হয়নি তামিম ইকবালের। ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তামিমের বদলে ওপেনিং পজিশনে সুযোগ দেয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে।

এর আগে পিঠের ইনজুরির কারণে এশিয়া কাপে খেলা হয়নি তামিমের। আশা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন। তবে ফিরলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ দলের সদস্য হতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার। 

এদিকে তামিমের বিশ্বকাপ দলে না থাকা নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেছেন, "তামিম ইকবালের অনেক দিন ধরেই ইনজুরি শঙ্কা। আপনারাও জানেন, ও ইনজুরি নিয়ে লড়াই করছিল। নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে। প্রথম ম্যাচ খেলার পর একটা অভিযোগ এসেছে। ওর ফিটনেসের কথা চিন্তা করে, ইনজুরির যে উদ্বেগ আছে সেটা মাথায় নিয়েই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি।'

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের