শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

এবার নাফিস ইকবালের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Google News
এবার নাফিস ইকবালের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

সব অপেক্ষার অবসান শেষে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে বাংলাদেশের। সেই স্কোয়াডে ওপেনার তামিম ইকবালের জায়গা হয়নি।

মূলত ফিটনেস ইস্যুতেই বাদ পড়েছেন তামিম। তার বেরসিক ইনজুরি নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। বিশ্বকাপে খেলবেন না এই ওপেনার, এমন গুঞ্জন অনেক দিনের। শেষমেশ সেই শঙ্কাটাই সত্যি হয়ে গেছে।

বিশ্বকাপের দল ঘোষণা, সাকিব-তামিম দ্বন্দ্ব, তামিমের বিশ্বকাপের স্কোয়াডে থাকা না-থাকা এই তিন ইস্যুতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জরুরি বোর্ড সভা বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই সভাতে সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে তামিম ইকবালকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তামিমকে বাদ দিয়ে বিশ্বকাপের মিশনে যাওয়ার খবরটি নিশ্চিত হওয়ার পর হুট করেই ম্যাচের মাঝপথে ড্রেসিং রুম ছেড়ে চলে যান জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। এরপরই খবর আসে চাকরি হারিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোনো একটি বিষয়ে মতবিরোধ হওয়ার কারণে ড্রেসিংরুম ছেড়ে দলে যান নাফিস। এতে করে বোর্ডের প্রটোকল ভঙ্গ করেন তিনি।

তবে ঠিক কি কারণে মাঠ ছেড়ে গিয়েছিলেন, সে বিষয়ে কাউকেই কিছু বলেননি নাফিস। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ এক স্ট্যাটাস দিয়েছেন নাফিস। সেই পোস্টে দুই ছেলেমেয়ের সঙ্গে ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে লিখেছেন, মৌনতা মানেই শূন্যতা নয়। মৌনতাই সব প্রশ্নের উত্তরে পূর্ণ। ওই পোস্টে নিজের পরিবারের জন্য দোয়াও চেয়েছেন তামিম ইকবালের বড় ভাই। তার (নাফিস) ভাষ্য, সৃষ্টিকর্তার সর্বোচ্চ পরীক্ষার জবাব নিহিত থাকে ধৈর্য ধরার মধ্যে। আমি ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের