
জুলাই মাসে যখন অবসরের ঘোষণা দিয়েছিলেন তখন অঝোরে কেঁদে ছিলেন। এবার কাঁদলেন না। তবে পাথর মন নিয়ে ১২ মিনিটের ভিডিও বার্তায় অনেক কিছুই বলেছেন তামিম ইকবাল। এরপর একটি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে সাকিব তামিমকে বিশ্বকাপ দলে না নেয়ার কারণ ব্যাখ্যা করেন। তবে তারা দুইজনই পাল্টাপাল্টি যুক্তি দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি রহস্যময় স্ট্যাটাস দেন তামিম ইকবাল। যেখানে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচের তারিখ উল্লেখ করেছেন। তবে কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন এই তারকা?
গত ২৩ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারলেও এশিয়া কাপ না খেলা তামিম একাদশে ফেরেন। এমনকি ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানও (৪৪) করেন দেশসেরা এই ওপেনার। যদিও তৃতীয় ম্যাচে ফিটনেস ইস্যুতে বিশ্রামে যান তিনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের এখনো পর্যন্ত সেটিই শেষ ম্যাচ।
ফেসবুক পোস্টে সেই ম্যাচে নিজের করা একটি শটের ছবি দিয়ে তামিম ক্যাপশনে লেখেন, ‘সবসময় আলোর দিকে এগিয়ে যাবেন, অন্ধকার এমনিতেই আপনার পেছনে পড়ে যাবে। বনাম নিউজিল্যান্ড, সেপ্টেম্বর ২৩, মিরপুর।’ এর মানে কি নীরবে অবসরে যাচ্ছেন তামিম?
রেডিওটুডে/এমএমএইচ