বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৮ আষাঢ় ১৪৩২

বুধবার,

০২ জুলাই ২০২৫,

১৮ আষাঢ় ১৪৩২

Radio Today News

নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব: পাপন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

Google News
নিয়মনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেব: পাপন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অযাচিত মন্তব্য করায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের উপর ক্ষেপেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বিসিবির নিয়মনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ এই কর্তা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) টেনিসের একটি প্রোগ্রামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাপন। এ সময় বিপিএল নিয়ে হাথুরুসিংহের মন্তব্য সম্পর্কে প্রশ্নে তাকে শোকজ দেওয়াসহ নিয়মুনযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান বিসিবি সভাপতি।

‘প্রথমে দেখতে হবে সে আচরণবিধি ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কিনা যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের