মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

Radio Today News

কোপা ফুটবলের ফাইনালে থাকছে সীমিত সংখ্যক দর্শক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ১০ জুলাই ২০২১

আপডেট: ১৮:৫২, ১০ জুলাই ২০২১

Google News
কোপা ফুটবলের ফাইনালে থাকছে সীমিত সংখ্যক দর্শক

ছবি: সংগৃহীত

মহামারি করোনা ভাইরাসের উর্দ্ধগতির মধ্যেই চলছে লাতিন আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই। ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কোপা আমেরিকার আগের ম্যাচগুলো হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। ফাইনালেও তা হওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায়, সমর্থকদের কথা ভেবে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্তা সংস্থা কনমেবল দুই দেশের কিছু সমর্থককে মাঠে প্রবেশের সুযোগ দিচ্ছে।

তবে করোনাভাইরাস পরিস্থিতির কারণে সবার সে সুযোগ হচ্ছে না। সীমিত সংখ্যক দর্শককে মারাকানার ফাইনালে গ্যালারিতে থাকার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে কনমেবল।

রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাজিল লড়বে শিরোপা ধরে রাখার জন্য। আর ২৮ বছর পর লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট পুনরুদ্ধারের মিশনে নামবে আর্জেন্টিনা।

ব্রাজিল ও আর্জেন্টিনা, এই দুই দলের সমর্থকরা ২ হাজার ২০০ করে টিকেট পাবেন। তবে এগুলো সৌজন্য টিকেট; কোনো টিকেট বিক্রি করা হবে না।

ব্রাজিলে থাকা আর্জেন্টিনা কনস্যুলেট এই টিকেটগুলো পাবে এবং রিও দে জেনেইরোতে থাকা আর্জেন্টাইনরাই এই টিকেটগুলো নিয়ে মারাকানায় প্রবেশের সুযোগ পাবেন।

মাঠে আসা দর্শকদের স্বাস্থ্যবিধি অনুযায়ী কোভিড-১৯-এর পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট এবং আনুষাঙ্গিক কাগজ-পত্র আনার কথা বলেছে আয়োজকরা। এগুলো ছাড়া মাঠে প্রবেশের সুযোগ পাবেন না কেউই।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের