শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

প্রকাশিত: ২০:৩৫, ১০ জুন ২০২৪

Google News
প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা পেয়েছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কখনো প্রোটিয়াদের হারাতে না পারা বাংলাদেশ আজ জিততে পারলেই সুপার এইটের পথে আরও একধাপ এগিয়ে যাবে।

অন্যদিকে, টানা দুই জয়ে বেশ সুবিধাজনক অবস্থায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সঙ্গে আজ জিতলেই অনেকটাই সুপার এইট নিশ্চিত হয়ে যাবে আফ্রিকার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

শ্রীলঙ্কার ম্যাচ থেকে বাংলাদেশের একাদশে এক পরিবর্তন রয়েছে। সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন মারকুটে ব্যাটার জাকের আলী অনিক। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের