বুধবার,

১৬ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

বুধবার,

১৬ জুলাই ২০২৫,

৩১ আষাঢ় ১৪৩২

Radio Today News

নতুনদের সুযোগ দিতে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৬, ৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৮:১৪, ৮ অক্টোবর ২০২৪

Google News
নতুনদের সুযোগ দিতে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে অবসরের কথা জানান মাহমুদউল্লাহ। নতুনদের সুযোগ দিতে এখনই সরে যাওয়ার সেরা সময় বলে জানিয়েছেন তিনি। এর আগে টেস্ট ক্রিকেটকে অবসর বলেছেন তিনি। 

সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’

২০২১ সালের জুলাইতে টেস্ট থেকে সরে দাঁড়ান মাহমুদউল্লাহ। এবার টি২০-কে বিদায় বললেও আপাতত আরও কিছুদিন ওয়ানডে ফরম্যাটে দেখা যাবে তাকে। ধারণা করা হচ্ছে, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলে বিদায় নেবেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি২০তে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক মাহমুদউল্লাহ রিয়াদ। ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে যাত্রা শুরু হয় তার। এরপর এখন পর্যন্ত ১৩৯ ম্যাচে রিয়াদ করেছেন ২ হাজার ৩৯৫ রান।

মাহমুদউল্লাহ রিয়াদের অধীনে ২০২১ টি২০ বিশ্বকাপে অংশ নেয় বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়কও তিনি। তার নেতৃত্বে ৪৩ ম্যাচে ১৬টি জয় পায় টাইগাররা। অধিনায়ক হিসেবে তার সমান ১৬টি জয় আছে সাকিব আল হাসানেরও।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের