শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সহজ জয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০০, ১৭ জুলাই ২০২১

আপডেট: ২০:১০, ১৭ জুলাই ২০২১

Google News
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সহজ জয়

সর্বশেষ ২০১৫ সালে হারারেতে নিউজিল্যান্ডের ৩০৩ রান টপকে জয় পেয়েছিলো জিম্বাবুয়ে।তারপর আর হয়নি।  সকালে দ্রুত উইকেট হারালেও লিটন দাসের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির আর আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২৭৬ রানের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। এই রান টপকানোতো দুরের কথা, বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের ঘূর্ণির জাদুতে ১২১ রানেই অল আউট তারা। তাই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৫৫ রানের বিশাল ব্যবধানে পরাজয়। বাংলাদেশ সিরিজে ১-০  এগিয়ে গেলো।

জিম্বাবুয়ের বিপক্ষে রানের হিসেবে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম জয়। বড় জয়ে বিশ্বকাপ সুপার লিগে ১০ ম্যাচ শেষে টাইগারদের পয়েন্ট ৬০.৯৫ এখন বাংলাদেশের উপরে শুধুমাত্র ইংল্যান্ড রয়েছে।

আজকের ৫ উইকেট দিয়েই মাশরাফি বিন মুর্তজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি বনে গেছেন সাকিব।  এখন তিন সংস্করণেই বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারি তিনি।  রিচার্ড এনগারাভাকে ক্যাচ বানিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেছেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার ৫ উইকেট পেলেন, এর মধ্যে দুইবারই প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

এনগারাভার উইকেটটি জিম্বাবুয়ের ইনিংসের ৯ম হলেও তাতেই শেষ হয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়া টিমিসেন মারুমা ব্যাটিং করতে পারেননি। ১৬ রানে জিম্বাবুয়ে হারিয়েছে শেষ ৫ উইকেট।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছিল ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে। আজ বাংলাদেশ অধিনায়ক ফিরেছেন শূন্য রানে। আজকে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪তম বার শূন্য রানে আউট হলেন, বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আর কারও নেই।

তিনে নামা সাকিব আল হাসান করেছেন ১৯ রান। মোহাম্মদ মিঠুন ছিলেন কিছুক্ষণ তার রানও ১৯। খারাপ ফর্মের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজের শেষ ম্যাচে বাদ পড়া লিটন এ ম্যাচ দিয়েই একাদশে ফিরেছেন। অনেকদিন পর টেস্টে ফিরে মাহমুদউল্লাহ যেমন করেছিলেন, ওয়ানডেতে ফেরার ম্যাচে সেঞ্চুরি করে সেটিরই পুনরাবৃত্তি করলেন লিটন। ১০২ রান করতে তিনি খেলেছেন ১১৪।

শেষ দিকে বাংলাদেশের এরপর প্রয়োজন ছিল দ্রুতগতির রান। সেটি করেছেন আফিফ। সঙ্গ পেয়েছেন মেহেদী হাসান মিরাজের। দুজনের সপ্তম উইকেট জুটিতে ৫৮ রান উঠেছে ৪২ বলে।  নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে বাংলাদেশ করতে পারে ২৭৬ রান, জয়ের জন্য ২৭৭ রানের টার্গেট পায় জিম্বাবুয়ে।

রেডিওটুডে নিউজ/এমএম/এসআই/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের