বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

নিউজিল্যান্ডের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশীপের সাতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ১২ জানুয়ারি ২০২২

Google News
নিউজিল্যান্ডের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশীপের সাতে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়ন শীপে দলের তালিকা

সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে হেরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশপের পয়েন্ট টেবিলে পাঁচ থেকে সাত নম্বরে নেমে গেছে লাল-সবুজ দল। লম্বা লাফ দিয়ে বাংলাদের জায়গা দখল করেছে সাউথ আফ্রিকা। নিউজিল্যান্ড উঠে এসেছে টেবিলের ছয় নম্বরে।

ম্যাচ হারায় বাংলাদেশের পয়েন্ট কাটা না পড়লেও কমেছে জয়ের শতাংশ। ৩৩.৩৩ থেকে কমে বর্তমানে বাংলাদেশের জয়ের পারসেন্টেজ ২৫। আর জয় পাওয়ায় নিউজিল্যান্ডের পারসেন্টেজ বেড়ে দাঁড়িয়েছে ৩৩.৩৩। যার ফলে বাংলাদেশের চেয়ে এক ধাপ উপরে উঠে গেছে নিউজিল্যান্ড।

অপরদিকে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে সাত উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা। যার ফলে বাংলাদেশের সমান পয়েন্ট থাকলেও জয়ের হিসেবে এক লাফে তলানি থেকে পাঁচে উঠে এসেছে দলটি।

এদিকে টেবিলের শীর্ষস্থান খুইয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজের শেষ টেস্টে ড্র করায় দুইয়ে নেমে এসেছে তারা। সেই সুবাদে টেবিলের শীর্ষে উঠে গেছে শ্রীলঙ্কা।

পাকিস্তান ও ভারত যথারীতি ধরে রেখেছে তাদের অবস্থান। এক ধাপ এগিয়ে আটে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। আর টেবিলের তলানিতে রয়েছে ইংল্যান্ড।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের