অবশেষে বিপিএলে দল পেলেন বিসিএলের টপ স্কোরার

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫,

২৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

অবশেষে বিপিএলে দল পেলেন বিসিএলের টপ স্কোরার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ১৩ জানুয়ারি ২০২২

Google News
অবশেষে বিপিএলে দল পেলেন বিসিএলের টপ স্কোরার

জাকির হাসান (ফাইল ছবি)

জাতীয় দলের বাইরে থাকা প্রতিশ্রতিশীল ক্রিকেটারদের তালিকা করলে জাকির হাসানের নামটা ওপরের দিকেই থাকবে। দেশের ঘরোয়া ক্রিকেটে জাকির উজ্জ্বল এক নাম। জাতীয় দলেও খেলা হয়েছে। অথচ এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে রয়ে যান উপেক্ষিত।

অবশেষে জাকিরের আক্ষেপ দূর হয়েছে। ২৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বুধবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্র্যাঞ্চাইজি। একই দিন এনামুল হক জুনিয়রকে দলে ভেড়ানোর কথা জানায় চট্টগ্রাম।

সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) লঙ্গার ভার্শন ফরম্যাটের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাকির, যিনি ব্যাট হাতে ছিলেন দারুণ ফর্মে। তবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তাকে দলভুক্ত করতে আগ্রহ দেখায়নি কোনো দল, যা বেশ বিস্ময় জাগিয়েছিল।

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের এবারের আসর, ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে যার পর্দা নামবে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের