বিপিএলের প্রথম ম্যাচে জয় তুলে নিল বরিশাল

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

শনিবার,

২০ ডিসেম্বর ২০২৫,

৬ পৌষ ১৪৩২

Radio Today News

বিপিএল ২০২২

বিপিএলের প্রথম ম্যাচে জয় তুলে নিল বরিশাল

শাহরিয়ার বাবু

প্রকাশিত: ২৩:০২, ২১ জানুয়ারি ২০২২

আপডেট: ০৩:২২, ২২ জানুয়ারি ২০২২

Google News
বিপিএলের প্রথম ম্যাচে জয় তুলে নিল বরিশাল

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে সাকিবের ফরচুন বরিশাল। আগে ব্যাট করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর ১২৫ রান বরিশাল টপকে গেছে ৬ উইকেট হারিয়ে।

নিজেদের প্রথম ম্যাচে বরিশাল জয় পেয়েছে ঠিকই তবে খুব যে সহযে জিতেছে তা কিন্তু নয়। লো স্কোরিং ম্যাচে চট্টগ্রামের মতো বরিশালেরও ব্যাটিং ভালো হয়নি। তবুও শেষ পর্যন্ত ডোয়াইন ব্রাভো আর জিয়াউর রহমানের কল্যাণে জয়ের বন্দরে পৌঁছায় বরিশাল।

বরিশালের হয়ে সৈকত আলী ৩৫ বলে সর্বোচ্চ ৩৯ রান সংগ্রহ করেন। জিয়াউর ১৯ ও ব্রাভো ১২ রানে অপরাজিত থেকে বরিশালের জয় নিশ্চিত করেন। 

বরিশালের বোলাররা এদিন দারুণ বোলিং করেন। আলজারি জোসেফ ৪ ওভারে ৩২ রান খরচায় ৩টি, স্পিনার নাঈম ২৫ রানে দুইটি উইকেট শিকার করেন। আর অধিনায়ক সাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ৯ রান খরচায় শিকার করেন ১টি উইকেট।

এদিকে, মিরাজের দল হারলেও বল হাতে দুর্দান্ত বল করেছেন মিরাজ। ৪ ওভারে ১৬ রান খরচায় ৪টি উইকেট লাভ করেন।

রেডিওটুডে নিউজ/এসবি/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের