
প্রতীকী ছবি
পিরোজপুরে প্রতারণা ও জালিয়াতি করে গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার এহসান গ্রুপের চেয়ারম্যানসহ চার ভাইয়ের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৩ সেপ্টেম্বর) পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহী উদ্দিন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম এর আগে আসামিদের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর তোপখানা রোড এলাকা থেকে গ্রাহকদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার ভাই আবুল বাশার খানকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই দিন বিকেলে রাগীবের দুই ভাই মাহমুদুল হাসান ও খাইরুল ইসলামকে আটক করে পিরোজপুর সদর থানা-পুলিশ।
তাদের আটকের পর ৯৭ জন গ্রাহকের ১ কোটি ১৫ লাখ ৫৫ হাজার ৯৩৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে রাগীব ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন সদর উপজেলার মূলগ্রাম গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ।
রেডিওটুডে নিউজ/ইকে