বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

গাংনীতে ডাম্প ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৫৩, ৭ মে ২০২৫

Google News
গাংনীতে ডাম্প ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত

মেহেরপুরের গাংনীতে ডাম্প ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দী নামক স্থানে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- গাংনী পৌর শহরের পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম শেখের ছেলে মাইক্রেবাস চালক জামাল উদ্দীন (৫০), গাড়াডোব গ্রামের কিবরিয়ার ছেলে ইমারত নির্মাণ শ্রমিক শাহিন আলী (২৮) ও তার ফুফু সদর উপজেলার শ্যামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আক্তার বানু (৫৬)। আহতরা হলেন- গাড়াডোব গ্রামের আলতাফ হোসেন, উলফা খাতুন, ফজিলা খাতুন ও গোলাপি খাতুন।

নিহত শাহিন আলীর চাচাতো ভাই রাকিব আলী সমকালকে জানান, তার দাদী ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুইদিন গাংনী হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে একটি মাইক্রোবাসযোগে কুষ্টিয়া যাওয়ার পথে শুকুরকান্দি নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে সরাসরি ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে সাতজন আহত হয়। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে আক্তার বানু মারা যান। এছাড়া মাইক্রোবাসের চালক জামাল ও শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোরের দিকে তাদের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল তিনজন নিহতের তথ্য নিশ্চিত করে বুধবার সকালে সমকালকে বলেন, মাইক্রেবাস ও ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। সার্বিক বিষয় পর্যলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের