শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

টেলিযোগাযোগ সংক্রান্ত মামলায় হেলেনার জামিন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:৪৩, ১৭ আগস্ট ২০২১

আপডেট: ২৩:৪৬, ১৭ আগস্ট ২০২১

Google News
টেলিযোগাযোগ সংক্রান্ত মামলায় হেলেনার জামিন

রাজধানীর পল্লবী থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেলেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর।

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

হেলেনার আইনজীবী শফিকুল ইসলাম জামিনের জন্য আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ২ হাজার টাকার মুচলেকায় আসামির জামিন আবেদন মঞ্জুর করেন। 

তবে এই মামলায় জামিন পেলেও তার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।

গত ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় চার ঘণ্টা অভিযান শেষে তাকে মাদকদ্রব্যসহ আটক করে র‌্যাব।  

ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টা ও মাদক সংক্রান্ত অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়। ৩ আগস্ট পৃথক চার মামলায় তাকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের