সোমবার,

১২ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

সোমবার,

১২ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৩

Google News
লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

দেশের শেয়ারবাজারে বুধবার (১৩ সেপ্টেম্বর) সূচকের মিশ্রপ্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৭৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।  ডিএসইতে মোট ৬৬২ কোটি ৫৪ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২২ কোটি ৭৬ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া, সিএসসিএক্স ৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৩৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করছে।  সিএসইতে ১৮৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ৮৪টির। দিন শেষে সিএসইতে ১২ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের