
দেশের শেয়ারবাজারে আগের দিনের চেয়ে বুধবার (৬ ডিসেম্বর) লেনদেন বেড়েছে। এদিন সূচক ছিল মিশ্র প্রবণতায়। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার দর।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক শূন্য দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৬৯ পয়েন্ট কমে ২ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৩৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৬৩টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে মোট ৫২৮ কোটি ৯৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬০ কোটি টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স ৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮১ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৯৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ১৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত আছে ১১১টির। সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা।
রেডিওটুডে/এমএমএইচ