
পুঁজিবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৩ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে নতুন এমডি হিসেবে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রুকনুজ্জামান। গত ২১ মে থেকে তিনি বে লিজিংয়ে এমডি পদে যোগদান করেছেন।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৮৮ লাখ হাজার টাকা। সেহিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৪৪৩টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০.০৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৫৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৪.৩৫ শতাংশ শেয়ার রয়েছে।
রেডিওটুডে/এমএমএইচ