শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

লেনদেন নিষ্পত্তির সময়সীমা কমাতে কমিটি করবে ডিএসই-সিএসই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০২, ৩ নভেম্বর ২০২৪

Google News
লেনদেন নিষ্পত্তির সময়সীমা কমাতে কমিটি করবে ডিএসই-সিএসই

পুঁজিবাজারের বিদ্যমান শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়সীমা আরও কমিয়ে আনার লক্ষ্যে একটি সমন্বিত কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এজন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক (ডিএসই-সিএসই) এক্সচেঞ্জকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কমিটি গঠন করে এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনের দাখিল করতে উভয় স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে কমিশন।

রোববার (৩ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়সীমা নির্ধারণ করার কাজ স্টক এক্সচেঞ্জের। এ জন্য তাদেরকেই কাজটি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএসই ও সিএসই শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়সীমা আরও কমিয়ে আনার লক্ষ্যে একটি কমিটি গঠন করবে। গঠিত কমিটিতে উভয় স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিসহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়সীমা আরও কমিয়ে আনার বিষয়ে কমিটি প্রতিবেদন বিএসইসিতে দাখিল করবে।

এর আগে গত শনিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, বিএসইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সব সদস্য, ডিএসইর এমডির নেতৃত্বে প্রতিনিধি দল, সিএসইর সিআরওর নেতৃত্বে প্রতিনিধি দল ও সিডিবিএলের এমডির নেতৃত্বে প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।ওই বৈঠকে পুঁজিবাজারের বিদ্যামান শেয়ার লেনদেনের সেটেলমেন্ট সময়কে আরও দ্রুত করা এবং বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের জন্য সুবিধাজনক করার জন্য কীভাবে কাজ করা যেতে পারে এর সুবিধা-অসুবিধা ও ফলাফল বিষয়ে বিস্তারিত সভায় আলোচনা হয়। ডিএসই, সিএসই, সিডিবিএল, পুঁজিবাজারের ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিসহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে কমিটি করার সিদ্ধান্ত হয়।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের