
মাসুদ পারভেজ খান ইমরান
বঙ্গবন্ধুর সহচর কুমিল্লার প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খানের বড় সন্তান মাসুদ পারভেজ খান (ইমরান) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা ১১টার সময় নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪৯ বছর।
ঘুমের মধ্যে তিনি নিজ বাসায় মারা গেছেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরানের বড় বোন সংরক্ষিত নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন মাসুদ পারভেজ খান ইমরান, এফবিসিসিআই পরিচালক, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্যও ছিলেন।
মৃত্যুকালে মাসুদ পারভেজ খান ইমরান স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অ্যাডভোকেট আফজল খানের এক মেয়ে ও তিন ছেলে। ছেলেদের মধ্যে মাসুদ পারভেজ খান ইমরান-ই সবার বড় ছিলেন।
রেডিওটুডে নিউজ/এসবি