শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

কুমিল্লার দেবিদ্বারে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ৮ মে ২০২৩

Google News
কুমিল্লার দেবিদ্বারে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ

সংগৃহিত ছবি

ইউএসএ’র আয়োজনে কুমিল্লার দেবিদ্বারে শেখ রাসেল ফাউন্ডেশন, স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করেছে সাড়ে তিন শতাধিক মানুষের মাঝে।

দেবিদ্বারে অবস্থিত ডা. ফেরদৌস খন্দকার কারিগরি স্কুল অডিটোরিয়ামে আজ সোমবার (৮ মে) দুপুরে কার্ড বিতরণ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শেখ রাসেল ফাউন্ডেশন ও ইউএসএ’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং গুনাইঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল এবং দেবিদ্বার উপজেলা মহিলা শ্রমিক লীগ সভাপতি শাহিনুর লিপি।

প্রসঙ্গত, এই স্বাস্থ্য সেবা কার্ডের মাধ্যমে সেবাগ্রহীতারা টেলিকনফারেন্সের মাধ্যমে আওতাভুক্ত চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে পারবেন। এই সেবা এলাকার মানুষদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে বলে ধারণা সচেতনমহলের।

 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের