
ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান
প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকার পল্টনের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভায় বিএনপি নেতা আবদুর রহমানের ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে আবদুর রহমান প্রধামন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর নিয়ে আপত্তিকর মন্তব্য করেন আব্দুর রহমান। ওই বক্তব্য সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওয়ায় আনার জোর দাবী জানানো হয় আওয়ামীলীগ সহ সহয়োগী সংগঠনের পক্ষ থেকে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে সেনবাগ থানার পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রেডিওটুডে নিউজ//এসবি
রেডিওটুডে/এমএমএইচ