শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

১৯ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

নোয়াখালীতে যক্ষ্মারোগ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা

আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৪, ২৮ মে ২০২৩

আপডেট: ১৩:৫২, ২৮ মে ২০২৩

Google News
নোয়াখালীতে যক্ষ্মারোগ প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা

নোয়াখালীতে যক্ষ্মারোগী শনাক্তকরণ ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে জেলা শহরের নোয়াখালী ডায়াবেটিক হাসপতাল সভাকক্ষে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নোয়াখালী জেলা এ মতবিনিময় সভা আয়োজন করে। 

নাটাব নোয়াখালী জেলা শাখার সভাপতি প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। মুখ্য আলোচক ছিলেন নোয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. আবু রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী নোয়াখালী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকে ফিরোজ আলম আজাদ। মতবিনিময় সভায় যক্ষ্মারোগের লক্ষণ, যক্ষ্মারোগের চিকিৎসা, ওষধ নিরোধক যক্ষ্মা এবং এর ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়। এসময় যক্ষ্মারোগী শনাক্তকরণ ও প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নিয়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্থান থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের