
দশজনের পর্যটক দল ( লাল চিহ্নিত নিহত মারিয়া ইসলাম)
বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করা হলেও স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন দুই ভাই-বোন। আজ শুক্রবার বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মারিয়া ইসলাম (১৯)। অন্যদিকে নিখোঁজ দু'জন হলেন মো. আহনাফ আকিব (২২) ও মেয়ে মারিয়াম আদনিন (১৬)। তাঁরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের সাঙ্গু নদী পথে ইঞ্জিন নৌকায় করে তারাছা বাদুরছড়া ঝর্ণা ভ্রমণে যান নারায়ণগঞ্জের ১০ জনের একটি পর্যটকদল। তাদের মধ্যে আটজন তারাছার বাদুর ঝর্ণার পাশে শঙ্খ নদীতে গোসল করতে নামলে শেখ মুছায়াত তানিম গভীর জলে পড়ে যান। তখন তাকে উদ্ধারে তার মামা মো. শামিম, মারিয়াম আদনিন (১৯), আহানফ আকিব (২১) ও মারিয়া ইসলাম (১৯) নদীতে নামেন। শেখ মুছায়াত তানিমকে উদ্ধার করা গেলেও ওই সময় মারিয়া ইসলাম, আহানফ আকিব ও মারিয়াম আদনিন পানিতে ডুবে যান।
পরে মারিয়া ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুজন নিখোঁজ হয়ে যান।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
রেডিওটুডে নিউজ/ইকে