
প্রতীকী ছবি
বৃহস্পতিবার (৭ এপ্রিল) নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বুধবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা নারায়ণগঞ্জের তারাবো থেকে আড়াই হাজার পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও এসব এলাকার আবাসিক, সিএনজি, বাণিজ্য, শিল্পসহ সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
রেডিওটুডে নিউজ/এসএ