শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

করোনায় ঝালকাঠির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪০, ২৮ জুলাই ২০২১

আপডেট: ০০:৪৮, ২৯ জুলাই ২০২১

Google News
করোনায় ঝালকাঠির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মৃত্যু

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার।

আজ বুধবার বেলা ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ২৯ বছর। গত ১৪ জুলাই সানিয়া আক্তারের করোনা পরীক্ষার পজিটিভ ফল আসে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

এক শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

১৯৯২ সালের ১ আগস্ট  নারায়নগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে জন্ম গ্রহণ করেন সানিয়া আক্তার। এরপর দশম বিজেএস (বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস) পরীক্ষার মাধ্যমে ২০১৮ সালের ১ মার্চ চাকরিতে যোগদান করেন তিনি। তার স্বামী এএইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের