
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বোরকান এলাকায় এসি বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) বিকালে ওই এলাকার এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাগর (২২) ও সোহেল (৩০)।
এদের মধ্যে সাগর এলিগ্যান্ট গ্রুপের টেকনিশিয়ান। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামে। আর সোহেল আমেরিকান এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, তারা এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণে তাদের দেহের আংশিক ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তবে এ ঘটনায় কেউ আহত হননি। নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/এমএস