বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

গাজীপুরের দুটি পাইকারি মার্কেটে ভয়াবহ আগুন

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ২৬ ডিসেম্বর ২০২২

Google News
গাজীপুরের দুটি পাইকারি মার্কেটে ভয়াবহ আগুন

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার পাইকারি কাপড়ের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাশাপাশি থাকা দুটি মার্কেটের অনেক দোকান ও মালামাল পুড়ে গেছে।

গতকাল রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের ছয়টি ইউনিট রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। ব্যবসায়ীদের ধারণা, অগ্নিকাণ্ডে মার্কেটের প্রায় ১০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ও টঙ্গী থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে। মার্কেটের রাস্তা খুব সরু হওয়ার ফলে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ ও আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের ফলে পাশের হোসেন মার্কেট নামে আরেকটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে অন্তত ২৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে। দুটি মার্জেটেই পাইকারি কাপড়ের পাশাপাশি কিছু মুদি ও মনোহারি দোকানের মালামালও পুড়ে গেছে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের