
সংগৃহিত ছবি
ফরিদপুরে ১০ হাজার পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছেন আওয়ামী লীগ নেতা ও এফবিসিসিআই সাবেক সভাপতি একে আজাদ। ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আজ শনিবার (৮ এপ্রিল) এর উদ্বোধন করা হয়। কানাইপুর ইউনিয়নের উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আগামী ছয়দিন পর্যায়ক্রমে ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে পোলাওয়ের চাল, চিনি, ডাল, সেমাই, দুধ, মসলা, তেল ও চিনি এসব পরিবারের মাঝে বিতরণ করা হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা একে আজাদ বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দলীয় নেতাকর্মীদের ইফতার মাহফিলের পরিবর্তে সেই অর্থ দিয়ে অসহায় মানুষদের সাহায্যের নির্দেশ দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফরিদপুরের দশ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে৷"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষ, ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. খায়ের মিয়া, শহর আওয়ামী লীগ আহবায়ক মনিরুল হাসান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/এসবি