
সংগৃহিত ছবি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন ছাত্রকে প্রশাসন উদ্ধার করেছে। চলতি মাসের ১১ মে মাটিরাঙ্গা থেকে এই তিন মাদরাসা ছাত্র নিখোঁজ হয়ে যায়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রামের বালুছড়া এলাকা থেকে মঙ্গলবার (১৬ মে ) বিকালে তাদের উদ্ধার করা হয়েছে।
ছাত্রের অবিভাবক আবুল বশর জানিয়েছেন, মোবাইল নাম্বারের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাটিরাঙ্গা থানার সহযোগিতায় হাটহাজারী ও বায়েজিদ থানা পুলিশ যৌথ অভিযানের মাধ্যমে বালুছড়া এলাকা হতে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, "নিখোঁজ তিন ছাত্রকে কেউ অপহরণ করেনি। তারা নিজেরাই মাদরাসা হতে পালিয়েছিল। উদ্ধারের পর রাতেই অভিভাবকগণ তিন ছাত্রসহ মাটিরাঙ্গা থানায় উপস্থিত হয়ে জিডি প্রত্যাহার করে নিয়েছে।"
প্রসঙ্গত, গত ১১মে ২০২৩ তারিখে মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়ন যামীনীপাড়ার হাজী সেকান্দার আলী হাফেজিয়া মাদরাসা থেকে তিনজন ছাত্র তরিকুল ইসলাম (১৪), মনসুর আলম মাসুম (১২) এবং আবুল কালাম (১৪) নিখোঁজ হয় বলে জানা যায়।
রেডিওটুডে নিউজ/এসবি