
ফাইল ছবি
চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসের পাইপলাইন লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শহরের আকবর শাহ থানা এলাকায় ঘটেছে এটি। আকবর শাহ থানা সংলগ্ন পাঞ্জাবী লেনে বৃহস্পতিবার (১৮ মে) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, "সকাল ৯টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ৯টা ৪০ মিনিটের মধ্যে আগুন নির্বাপন করি। একটি গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন লাগে। তবে ওই স্থানে কোনো স্থাপনা ছিল না। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"
রেডিওটুডে নিউজ/এসবি