
হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদযাপন পর্ষদের প্রস্তুতি সভা সম্পন্ন
নোয়াখালী জেলা শহর মাইজদীর ঐতিহ্যবাহী বাদ্যাপীঠ হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নোয়াখালীর সার্কিট হাউজে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১ জুলাই হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। উৎসবের দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে থাকছে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ লক্ষ্যে আগামী ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে। এরআগে নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুকে আহবায়ক এবং নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খান সোহেলকে সদস্য সচিব করে উৎসব উদযাপন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।