বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

বুধবার,

১৭ এপ্রিল ২০২৪,

৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমল ১০-১৫ টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৩৫, ৫ জুন ২০২৩

Google News
একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমল ১০-১৫ টাকা

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে কমেছে। গতকাল ৮৫ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ তা কমে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, ‘গতকাল পেঁয়াজ আমদানির অনুমতির কথা জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়। সোমবার আমরা আইপি হাতে পেলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য অন্য যেসব প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করব। ‌এর মধ্যেই রপ্তানিকারকরা পেঁয়াজ লোডিং প্রক্রিয়া শেষ করে রেখেছেন। আশা করছি, আজ থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হতে পারে। এতে করে দাম ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে নেমে আসতে পারে বলে জানিয়েছেন তিনি।’

এদিকে হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দিন দিন পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী হচ্ছিল, গতকাল সন্ধ্যায়, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, আমদানি শুরু হলে পেঁয়াজের দাম আরও কমে আসবে।

আরেক বিক্রেতা জানান, পেঁয়াজের দাম কিছুটা কমে আসা ও ভারত থেকে আমদানির খবরে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের