
টেকনাফে অপহৃত শিশু দুই দিন পর উদ্ধার
কক্সবাজারের টেকনাফে হ্নীলা লেদা নামক এলাকা থেকে অপহৃত শিশু মোহাম্মদ হোছেন প্রকাশ সূর্য্যকে (৮) দুইদিন পর উদ্ধার করেছে পুলিশ।জানা যায়, রবিবার লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটি অপহরণের শিকার হয়।
উদ্ধারকৃত শিশুটি হলো উপজেলার হ্নীলা নামক ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ লেদা এলাকার বাসিন্দা সুলতান আহমদের ছেলে এবং
লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্য (৮)।
অপহৃত শিশুটিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, 'মঙ্গলবার (৬ জুন) রাতে অপহরনকারীদের কবল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।'
জানা গেছে, অপহরণকারীরা অপহৃত শিশুর পিতা সুলতানকে মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে। আর দাবি করা টাকা যদি না দেওয়া হয় তবে শিশুটিকে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।
এস আর