
গরমে আরও ১৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি
কুমিল্লার দাউদকান্দিতে গরমে অসুস্থ হয়ে আরও ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের ভিতর দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
আজ বুধবার (৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় এবং বিলকিছ মোশাররফ বালিকা বিদ্যালয়ে ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা।
এর আগে গতকাল মঙ্গলবার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই স্কুল দুদিন ছুটির ঘোষণা দেন।
এ বিষয় সম্পর্কে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এস আর