
মাগুরায় নিরাপদ খাবার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ
মাগুরায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আজ নিরাপদ স্বাস্থ্যসম্মত খাবার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে পরিচালিত নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার বিষয়টি নিয়ে আলোচনা করেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আফজাল হোসেন।
এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার দেবপ্রিয়া ছাড়াও অন্যান্যের মধ্যে আলোচনা করেছেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান এবং পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন ও মনিরা বেগম শাবানা প্রমুখ।
এ সময় এই অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান ফ্রিজের খাবার কিভাবে নিয়ম, পাশাপাশি কোন খাবার অথবা কত তাপ মাত্রার খাবার কত ঘণ্টা ফ্রিজে রেখে খাওয়া যায় এসব বিষয় অবহিত করেন। এছাড়া সকলকে এ বিষয়ে সচেতন হবার আহ্বান জানান।
এস আর