
লক্ষ্মীপুরে পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ
'মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ লক্ষ্মীপুরে পুষ্টি সপ্তাহ (৭ থেকে -১৩ জুন) এর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালি ঢাকা -এর আয়োজনে জেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. আহমেদ কবিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেনসহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।
এই অনুষ্ঠানে বক্তারা নিরপদ খাদ্য ও পুষ্টির গুরুত্ব ও তাৎপর্যসহ করণীয় বিভিন্ন বিষয়ে নিয়ে ব্যাপক আলোকপাত করেন।
এস আর