
রাজবাড়ীতে পৃথক স্থান থেকে কিশোর এবং নারীর মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে পৃথক স্থান থেকে একজন কিশোরের এবং একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে এবং কালুখালী উপজেলার মাছ বাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রাম থেকে নরদেহে উদ্ধার করা হয় বুধবার ৭ মে সকালের দিকে।
নিহত কিশোরের নাম হাসিব (১২)। সে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালগোলা গ্রামের হামিদুল শেখ এর ছেলে। অপরদিকে নিহত নারী হল রাশেদা বেগম (২৫)। রাশিদা কালুখালী উপজেলার মাছবারী ইউনিয়নের গৃহবধূ তার স্বামীর নাম আব্দুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে হাসিব নিখোঁজ ছিল। বুধবার সকাল সাতটার দিকে হাসিবের মরদেহ উদ্ধার করা হয়।
অন্য এক সূত্র হতে জানা যায়, রাশিদা তার বাবার বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে তার স্বামী আব্দুল তাকে ইট দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এমএম শাকিলুজ্জামান রাজবাড়ীর পুলিশ সুপার এ বিষয়ে জানান, পৃথক স্থানের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই দুইটি ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
এস আর