
কুড়িগ্রামে স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে পঞ্চম শ্রেণীর সুমিত চন্দ্র (১২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে সদরের বেলগাছা গ্রাম থেকে।
কুড়িগ্রাম জেলা সদরের বেলগাছা গ্রাম থেকে বুধবার ৭ই জুন সকালের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগে এক কিশোর ও তার বাবা প্রদীপ চন্দ্রকে আটক করা হয়েছে।
এম আর সাইদ সদর থানার ভারপ্রাপ্ত ওসি এ বিষয়ে জানান, আটককৃত কিশোরের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়াই অনেকেই তাকে ব্যাঙ্গ করতো। মঙ্গলবার রাতে সিমিত আবারো আটক কিশোরকে নিয়ে ব্যঙ্গ করে।
এ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সিমিতকে শ্বাসরোধ করে হত্যা করে অভিযুক্ত কিশোর। সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।
এস আর