শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

আন্দোলন করে কোন দিনই আ. লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে নাঃ কৃষিমন্ত্রী

সালাউদ্দিন আহমেদ, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৫:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
আন্দোলন করে কোন দিনই আ. লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে নাঃ কৃষিমন্ত্রী

আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবেনা, দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আন্দোলন করে কোন দিনই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবেনা। উল্টো ব্যর্থ হয়ে চুড়ান্ত খেলায় বিএনপির বিপর্যয় হবে। হতাশিত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে। আর নৈরাজ্য সৃস্টির চেষ্টা হলে আইন প্রয়োগকারি সংস্হা তা দমনে আগের তুলনায় সক্ষমতা বেড়েছে। 

মন্ত্রী আরো বলেন বিক্ষোভ পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচিতে সরকারের পতন হয়নি, শেখ হাসিনাকে বিদেশে পালাতে হয়নি।  শুভ বুদ্ধির পরিচয় দিয়ে বিএনপি জন রায় নিতে বিএনপিকে নির্বাচনে আসার আহবান জানিয়ে তিনি বলেন সংবিধানের বাইরে নির্বাচনের কোন সুযোগ নেই।

মন্ত্রী আজ মঙ্গলবার সকালে দিনাজপুরে গম ও ভুটা গবেষনা ইন্সটিটিউটে আয়োজিত ৪ দিন ব্যাপি বার্ষিক গবেষনা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন শীর্ষক কর্মমালার পাশাপাশি গ্রিন হাউজ এ গমের ব্লাস্ট রোগ প্রতিরোধী জাতের উদ্বোধনের সময় গন মাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় এসব কথা বলেন কৃষি মন্ত্রী।

এসময় উপস্হিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্রী খালিদ মাহমুদ চৌধুরী,  হুইপ ইকবালুর রহিম এমপি এবং ইন্সটিটিউটের মহা পরিচালক ড.গোলাম ফারুকসহ অন্যান্যরা।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের