
শাহপরীর দ্বীপ থেকে ৩৫ হাজার ইয়াবা জব্দ আটককৃত ব্যক্তি
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড জানতে পারে শাহপরীর দ্বীপ সংলগ্ন মাঝের পাড়া এলাকা দিয়ে মাদক পাচার হবে। ওই সংবাদে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপ মাঝের পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়।
এ সময় নদীতে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা তাদের ধাওয়া করলে তারা ১ টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পাশের লোকালয়ে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
রেডিওটুডে নিউজ/এসবি