
ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে
ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাংনী দারুস সুন্নাত মুক্তারিয়া হাফেজিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে ফিরে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন আয়োজক শিক্ষা প্রতিষ্ঠানের সুপার নাজমুল হক ফারুকী ও সহকারী শিক্ষক মাওলানা রুহুল আমিনসহ মাদ্রাসার ছাত্র শিক্ষকসহ মাদ্রাসা পাড়ার মুসল্লিবৃন্দ।
রেডিওটুডে নিউজ/এসবি