
প্রতীকী ছবি
আজ মঙ্গলবার (২ নভেম্বর) জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক স্থান থেকে হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অজ্ঞাতনামা এক নারীসহ দু'জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আক্কেলপুর পৌর এলাকার পারঘাটির শ্মশানের নিকটবর্তী তুলশীগঙ্গা নদী থেকে হাত, পা ও মাথা বিচ্ছিন্ন বস্তাবন্দি অবস্থায় ওই অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (আজ) বিকালে আক্কেলপুর উপজেলার পারঘাটি পৌর এলাকার স্থানীয় বাসিন্দারা নদীর ধারে একটি বস্তা দেখতে পান। তারা বস্তার নিকট এগিয়ে গিয়ে ওই ভেজা বস্তাটির মুখ খুলে তার ভিতরে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন এক অজ্ঞাতনামা নারীর লাশ দেখতে পান, যাতে ইতোমধ্যে পচন ধরেছে। তারা সঙ্গে সঙ্গে নদীর পাড়ে বস্তাবন্দি গলিত লাশ দেখতে পাওয়ার বিষয়টি মোবাইল ফোনে পুলিশকে জানান। খবর পাবার পর আক্কেলপুর থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করেন এবং ময়না তদেন্তর জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।
এ দিকে এর আগে মঙ্গলবার (আজ) সকালে আক্কেলপুর উপজেলার চিয়ারীগ্রাম থেকে জুয়েল হোসেন (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রেডিওটুডে নিউজ/ইকে